অফ পেজ এসইও কী (off page seo) ? কিভাবে করতে হয়

অফ পেজ এসইও কী,কিভাবে করতে হয় পুরো কেনো করবেন এই আর্টিক্যালে সব উত্তর পেয়ে যাবেন।

এই বিষয় নিয়ে আপনাদের সব ডাউট আমি আজ এই আর্টিক্যাল এ ক্লিয়ার করে দেবো।

আপনি যদি ব্লগে ট্রাফিক বা ভিজিটর বাড়াতে চান তাহলে আপনাকে এসইও বিষয় টায় অবশ্যই নজর দিতে হবে।

কারণ এসইও হোল ওয়েব পাতার  প্রাণ তাই আপনি এসইও ছাড়া কোনদিন আপনার কন্টেন্ট rank করার কথা ভাবতে ই পারবেন না।

আর আমি আপনাদের কে অন্যান্য আর্টিকেল এ অনেক  বার বলেছি যে seo কোনো নির্দিষ্ট জিনিস নয়,যেটা করে দিলেই আপনার সব আর্টিক্যাল rank করে যাবে।

Search engine optimization অনেক গুলি বিষয় এর উপর নির্ভর করে তাই আপনাকে অনেক বিষয় এর উপর  নজর দিতে হবে।

তাই জন্যে আমি আজ এই আর্টিক্যাল টায় সেও এর একটা ভাগ অর্থাৎ off page SEO নিয়ে আলোচনা করবো।

Table Of Content

এসইও (seo) কাকে বলে ?

আপনারা  নিশ্চই জানেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটি ভাগ হোল অফ পেজ এসইও ।

তাই আগে আপনাদেরকে  seo এর ব্যাপারে কিছুটা ধারণা করতে হবে তাহলে বুঝতে আরও সুবিধা হবে।

এসইও কী ?

এই  শব্দটির বাংলা অর্থ হোল ” সন্ধান যন্ত্র নিখুঁতকরন ” seo এর কাজ হল আপনার ওয়েবসাইট বা সাইট

এর বিভিন্ন পাতাকে  ওয়েবসাইটের অস্তিত্ব যেকোন সার্চ ইঞ্জিন (Google) খুঁজে পায়।

অর্থাৎ, আপনার ওয়েবপেজ কে google এর সামনে চিহ্নিত করতে সহায়তা করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।

তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে seo কত প্রকার এর হয় ?

এটি সাধারনত ছয় প্রকারের হয়

  • অন পেজ
  • অফ পেজ
  • টেকনিক্যাল
  • লোকাল
  • মোবাইল
  • কন্টেন্ট এসইও

কিন্তু  যে দুটি সব থেকে গুরুত্ব পূর্ণ সেই দুটি হোল on-page ও off page কিন্তু আমরা আজ অফ-পেজ seo নিয়ে আলোচনা করবো।

অন পেজ এসইও (on page SEO) কী ?

যেহেতু অন পেজ এসইও খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের এই বিষয় টি নিয়ে একটু সচেতন করা আমার দায়িত্ব।

একটা কথা আপনাদের সব সময় মনে রাখতে হবে আর এটা সত্যি যে অফ পেজ এর থেকে on page SEO আরও গুরুত্ব পূর্ণ।

আর আমি এই বিষয়ে একটা আর্টিক্যাল লিখেছি,যেটা পড়লে আপনারা পুর ব্যাপার টা বুঝতে সুবিধা হবে।

তাও আমি অল্প করে তুলে ধরছি on page seo এর ব্যাপারে।

অন পেজ এসইও হোল ব্লগ এর ভিতরের ফ্যাক্টর গুলো কে অপ্টিমাইজ করা। যেমন পেজ স্পীড বাড়ানো, টাইটেল অপটিমাইজ, ডেসক্রিপশন,হাই কোয়ালিটি কন্টেন্ট প্রভিতি ওয়েবসাইট এর ভিতরের জিনিস গুলি কে অপ্টিমাইজ করা।

অফ পেজ এসইও কাকে বলে ?

Off-page seo যদি এক কথায় বুঝতে চান তাহলে নিজের ওয়েবসাইট কে একটা ব্র্যান্ড হিসেবে পরিচিত করা।

অর্থাৎ এতে ব্লগ বা কোন সাইট এর বাইরে এসইও করা বা বাইরে কাজ করা। এতে  প্রধান কাজ হোল ব্যাক লিংক বা লিংক তৈরি করা।

আর ব্র্যান্ড এর মানে হোল যদি আপনি বিভিন্ন সেলিব্রিটি এর নাম অনুসন্ধান করেন তবে আপনি গুগল বা যেকোন সার্চ ইঞ্জিনে সেই সেলিব্রিটি এর নাম এ বিভিন্ন ওয়েবসাইট এ তার সঙ্গে জড়িত বিভিন্ন্ তথ্য ও লিংক দেখতে পাবেন ।

ঠিক সেই রকম আপনার নির্দিষ্ট পেজ বা ওয়েবসাইট কে একটা ব্র্যান্ড রূপে পরিবর্তিত করতে হবে যাতে আপনার সাইট এর কথা সবার মনে থাকে ও সার্চ করলে বিভিন্ন লিংক ও তথ্য দেখতে পায়।

আপনি যত লিংক তৈরী করবেন গুগল bot সেগুলো কে  সেগুলো কে ভালো চোখে দেখবে।

ও goggle এর চোখে একটা ভালো ইমেজ তৈরি হবে আপনার সাইট ও আপনার সিরিয়াস ওয়ার্ক এর উপর।

আর তার সঙ্গে যখন একটা হাই ট্রাফিক বা হাই da pa যুক্ত ওয়েবসাইট থেকে আপনার লিংক তৈরী হবে তখন অনেক ট্রাফিক ও সেখান থেকে আনতে সক্ষম হবেন।

Off page seo কেনো করবেন ?

যেহেতু অন পেজ এসইও করলে কন্টেন্ট rank করে যায় তাহলে আবার আমরা কষ্ট করে off page SEO করতে যাবো কেনো ?

যেহেতু আমি আগে বলেছি গুগল এর পাশে অথরিটি তৈরি এর মাধ্যমে গুগল কে আপনার কন্টেন্ট করতে সহায়তা করবে এই এসইও।

তাই আমার মোট গুগল এর কাছে কোন চালাকি না করে সময় পজেটিভ সিগন্যাল দিন তাহলে আপনার ব্লগ গ্রো করবে খুব তাড়াতাড়ি।

অফ পেজ এসইও কিভাবে করবেন ?

এই বার আপনারা পৌঁছে গেছেন আর্টিক্যাল টির মূল টপিকে,তাহলে

আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে এতক্ষণ আমরা কি পড়ছিলাম তো শুনুন বস

একটা হাই কোয়ালিটি কন্টেন্ট এ সবসময় পূর্ণাঙ্গ ডিটেইলস দিতে হয় যাতে

কোন ভিজিটর আপনার আর্টিক্যাল টি  পড়ে কিছু না বুঝতে পেরে আবার অন্য আর্টিক্যাল এ ঢুকে না যায়।

সব সময় আপনাকে মনে রাখতে হবে যে আপনি আর্টিক্যাল টি লোকজন এর জন্য

লিখছেন তারা যদি না বুঝতে পারে তাহলে আপনার ওই পোস্ট টির কোন মূল্য থাকলোনা।

তাই ভিজিটর দের প্রায়োরিটি দিন,এই কথা গুলো মাথায় রাখবেন।যাই হোক,

তাহলে off page SEO কতো প্রকার ?

এটি অনেক ধরনেরই হয় তার মধ্যে দুটি গুরুত্ব পূর্ন বিষয় দুটি সেগুলি হোল ব্যাকলিংক তৈরি করা ও অথরিটি তৈরি করা।

ব্যাকলিংক কাকে বলে ?

অন্য কোন ওয়েবসাইট থেকে নিজের ওয়েবসাইট এর লিংক নেওয়া কে back link বলা হয়।

ব্যাক লিংককে  কে কিন্তু হালকা ভাবে নিলে চলবেনা আপনারা নিশ্চয় জানেন যে ওয়েবসাইট

এর সর্বোচ্চ গুরুত্ব পূর্ণ কাজ হচ্ছে কন্টেন্ট তারপরেই লিংক বিল্ডিং এর স্থান।

বড়ো বড়ো সেও বিশারদ রাও এই তথ্য টি সিকার করেন। তাই এটি কে গুরুত্ব দেওয়া আমাদের কর্তব্য।

লিংক তৈরী করা মানে শুধু পাগল এর মতো যেখানে সেখানে লিংক শেয়ার করা কে বোঝায় না কিছু সীমাবদ্ধতা বজায় রেখে ও সঠিক ভাবে করতে হয়।

ব্যাকলিংক কত প্রকারের হয় ও কী কী ?

বন্ধুরা ব্যাকলিংক কে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়।

  • ডু ফলো ব্যাকলিংক
  • নো ফলো ব্যাকলিংক

Do follow back link :-  বন্ধুরা বর্তমান দিনে এই লিংক কে বেশি গুরুত্ব দেয় গুগল।

আপনার সাইট এর অথরিটি তৈরি করতে  নো ফলো লিংক বেশি  কাজে আসে না ।

অনেক সময় google  crawler  বেশি অথরিটি যুক্ত সাইট গুলো কে সহজে rank করতে সহায়তা করে।

তাই যতটা সম্ভব da (domain authority) কে বাড়ানোর চেষ্টা করবেন তাতে আপনার কন্টেন্ট তাড়া তাড়ি rank করার সম্ভাবনা যথেষ্ট বেড়ে যায়।

No follow back link :- বর্তমান দিনে অর্থাৎ ২০২২ এ দাড়িয়ে নো ফলো লিংক কে খুবই কম গুরুত্ব দেওয়া হয়।

এবং এই লিংক এ rank এর জন্যে কোন কাজে আসেনা।

No follow সাধারণত একটা html code তৈরি করে link rel = “no follow ”

তাই আমি বলেছিলাম কোন তথ্য না নিয়ে যে যেখানে সেখানে লিংক ছড়ালে

আখেরে কোন লাভ নেই সব জিনিস এর কিছু rule এবং regulation থাকে।

সঠীক  ব্যাক-লিংক কিভাবে বানাবেন ?

ব্যাক link  বানানোর জন্যে সর্ব প্রথম যে কাজ টি আপনাদের করতে হবে একটি হাই da,pa যুক্ত সাইট খুঁজতে হবে।

da কথার অর্থ domain authority ও pa কথার অর্থ হোল page authority।

এই দুটির কাজ হোল কোন্ ওয়েবসাইট এর একটি নির্দিষ্ট মানের মাধ্যমে অথরিটি চিনহিত করা। এর মান যথা ০- ১০০ এর মধ্যে থাকে।

আপনি চেষ্টা করবেন যে আপনার চেয়ে হাই da pa যুক্ত সাইট গুলো থেকে লিংক নেওয়ার।

Note 👉 আপনি যদি da,pa চেক করতে ও এর সম্বন্ধে জানতে চান তাহলে আমার নিচে দেয়া পোস্ট টী পড়ুন।

  • মোজ বার এক্সটেনশন কী ?। ফ্রীতে MoZBar ব্যাবহার

একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায় যে লিংক আমি আমার ব্লগে niche এর  same niche থেকে নিতে হবে ?

তাহেল এর উত্তর হবে না।কারণ উদাহরণ হিসেবে ধরুন আপনি কমপিউটার রিলেটেড niche নিয়ে কাজ করেন।

আর একজন একই niche এর ওয়েবসাইট owner   এসে আপনার ব্লগ এ লিংক চাইলে আপনি নিশ্চই তাকে back link দিতে চাইবেননা।

কারণ আপনি নিশ্চয়ই চাই বেন যে কমপিউটার রিলেটেড ওয়েবসাইট ভিজিটর  আপনার ব্লগ এই বেশি আসুক।

কিন্তূ ধরুন একটা মেডিক্যাল realted niche এর ব্লগ এ গিয়ে আপনার টেকনলজি ব্লগ এর একটা লিংক চাইলেন তাহলে সে 90% সম্ভাবনা থাকবে সে লিংক দিয়ে দেবে।

কারণ তার আপনার নিস এর সঙ্গে কোন কম্পিটিশন নেই। আর একটা গুরুত্ব পূর্ন কথা হচ্ছে বর্তমানে মেডিক্যাল দুনিয়া technology ছাড়া অসম্ভব।

তাই সে চাইবে যে তার ভিজিটর মেডিক্যাল এর সঙ্গে যে technology related বিষয় গুলি আছে সেগুলোও জানুক তাাতে তার পোস্ট টী বেশি valuable হয়।

তাই যারা বলে যে শুধু একই niche থেকে ব্যাক লিংক  নিতে হয়। কথাটা সম্পূর্ন ভুল বলে।

এখন প্রশ্ন হচ্ছে তাহলে ব্যাক লিংক কী ফ্রি তে পাওয়া যা না পয়সা দিয়ে নিতে হয়।

উত্তর টা হচ্ছে অবশ্যই ফ্রি ও পেইড দুটি পাবেন।

  • গেস্ট পোস্টিং 

অফ পেজ সেও এর জন্যে যদি সবচেয়ে বেশি কার্যকারী হয়ে থাকে  সেটা হোল গেস্ট পোস্টিং।

আমার যতটা অভিজ্ঞতা আছে সেই থেকে বলছি যদি আপনি আপনার চেয়ে হাই da, pa বা হাই ট্রাফিক যুক্ত সাইট গুলো থেকে

আপনার সাইট এর জন্যে বা একটা নির্দিষ্ট আর্টিক্যাল এর জন্যে একটা লিংক নিতে পারেন তাহলে এর থেকে বেশি কার্যকর কিছু হবে বলে আমার মনে হয়না

এবং যখন আপনি একটা ভালো অথরিটি যুক্ত ওয়েবসাইট থেকে লিংক নেবেন তখন গুগল এর কাছে আপনার একাট দারুন পজিটিভ ইমেজ তৈরি হবে।

যা আপনার সাইট এর আর্টিকেল rank করানো থেকে শুরু করে সাইট গ্রো খুব তাড়াতাড়ি হবে।

তার সঙ্গে আপনি যখন একটা হাই ট্রাফিক যুক্ত সাইট থেকে আপনার ব্লগ এর লিংক নেবেন তখন কিছু ভিজিটর আপনার সাইট এ redirect হবে।

যা আপনার ব্লগে ট্রাফিক গেইন করতে ও আপনার সাইট সম্পর্কে জানতে সাহায্য করবে।

গেস্ট পোষ্টিং কিভাবে করতে হয় ?

অতিথী পোষ্টিং করার জন্যে আপনাকে ব্লগ বা ওয়েবসাইট ওনার এর সঙ্গে যেকোনো ভাবে কন্ট্যাক করতে হবে।

সাধারনত যেকোন ওয়েবসাইট এর contact us page এ গিয়ে কন্টাক্ট করতে পারেন।

আশাকরি প্রত্যেক টা ওয়েবসাইট এর ই কন্ট্যাক আস পাতা  থাকে কিন্তু যদি না থাকে তাহলে আপনাদের তার socail মিডিয়ায় গিয়ে কন্টাক্ট করতে পারেন।

গেস্ট করতে গেলে কি পয়সা লাগে ?

এই ব্যাপার টা পুরোটা নির্ভর করে ব্লগ ওনার এর উপর।যেহেতু সে অনেক কষ্ট করে একটা ভালো পজিশন এ গেছে তাই সে পয়সা নিতেও পারে।

কিন্তু কিছু কিছু ব্লগার থাকে যারা কোন পয়সা নেয়না। পয়সার ব্যাপার টা ওনার এর সঙ্গে কথা বলেই বুঝতে পারবেন।

আর যে কথাটা আমি আগেও বলেছিলাম যে আপনি গেস্ট পোস্টিং আপনার niche সম্পর্কিত সাইট হলে ও হবে।

আবার আপনি  যদি মনে করেন অন্য niche থেকে লিংক নেবেন কোন অসুবিধা নেই আপনি নিতে পারেন।

  • ব্লগ কমেন্ট টিং

এটি ও একটা one of the best টেকনিক এতে কোন পয়সা না খরচা করেই আপনি করতে পারেন।কিন্তু আমি আগেই বলে দেই গুগল এই টেকনিক টাকে খুব একটা ভালো চোখে দেখে না ।

কিন্তু ভয় পাওয়ার কিছু নেই অনেকই এটা এপ্লাই করে।

Blog commenting কিভাবে করতে হয়?

যেহেতু আপনি একজন ব্লগার আপনি নিশ্চই অনেক ধরনের আর্টিকেল এবং অনেক ধরনের ভিডিও online এ দেখেন ও পড়েন।

তো আপনি যদি কোন আর্টিকেল পড়েন ও সেখানে কিছু ভুলে থাকে বা কোন বিষয় সেখানে উল্লেখ নেই তো আপনি সেই আর্টিকেল টি তে কমেন্ট করতে পারেন।

ও সেখানে আপনার সেই সম্পর্কিত কিছু আর্টিকেল থাকে তাহলে আপনি কমেন্ট এ আপনার আর্টিক্যাল এ পড়ার প্রস্তাব দিতে পারেন।

এমন কিছু কমেন্ট করবেন না যে ব্লগ owner সেটা কে approve ই  না করে।সঠিক ভাষায় ও সঠিক ভাবে কমেন্ট করলে

যেকোন ওনার আপনার কমেন্ট টি ১০০%  approve করবে। আর্টিকেল ছাড়া বিভিন্ন প্ল্যাটফর্ম এর  ভিডিও  এর কমেন্ট সেকশন এ একই পদ্ধতি তে  কমেন্ট করতে পারেন।

  • প্রশ্ন উত্তর সাইট এ সক্রিয় থাকুন

আপনারা নিশ্চয় জানেন যে অনলাইন এ অনেক ধরনের question answer ওয়েবসাইট থাকে।

এবং তাদের অথরিটি সহ ট্রাফিক এর পরিমাণ খুব বেশি।এবং সেই সাইট গুলোতে লোকেরা তাদের প্রশ্ন জিজ্ঞেস করে।

আপনাকে এই সুযোগের সত ব্যাবহার করতে হবে। ওই সাইট গুলোতে সক্রিয় থাকুন এবং আপনার niche অনুযায়ী মানুষের প্রশ্নের উত্তর দিন।

তাতে আপনি যে যে সুবিধা গুলি পাবেন প্রথমত, আপনার সাইট এর পরিচিত বাড়বে

আপনি যখন উত্তর দেবেন তার সঙ্গে আপনার আর্টিক্যাল পড়ার সাজেশন দেবেন সেখান থেকে প্রচুর ট্রাফিক পেয়ে যাবেন।

এর সঙ্গে যখন একটা আর্টিক্যাল আপনি সাজেস্ট করলেন আর সেই suggestive আর্টিকেল টি   অনুসন্ধানকারী পড়ে

তাহলে  আপনার ওই আর্টিকেল টির ফার্স্ট পেজ এ rank করার সম্ভাবনা বেড়ে যায়।

একইসাথে আপনি আপনার ওয়েবসাইট এর জন্যে একটা do follow link পেয়ে যাবেন। ও ওই প্রশ্ন উত্তর সাইট গুলোতে থেকে আপনি আপনার আর্টিক্যাল

পাবলিশ করার সুযোগ পাবেন যাতে করে আপনার ওই আর্টিক্যাল রাঙ্ক করলে আপনার সাইটে ভিজিটর পাওয়ার সুযোগ বেড়ে যায়।

আমি আপনাদের কিছু question answer সাইট এর তালিকা দিচ্ছি যার মাধ্যমে আপনি ওখানে sign up করে নিয়ে প্রশ্নের উত্তর দেওয়া শুরু করতে পারেন।

সেরা কিছু প্রশ্ন উত্তর সাইট এর নাম

  1. Qura.com
  2. Bissoy.com
  3. Yahoo! answers
  4. Wiki answers
  5. Linkedin question answer
  6. Ask.fm
  7. Answers.com
  8. Enolez.com
  9. Prosnouttar.com
  10. Answerbag
  • ফোরাম সাবমিশন

Onile এ এমন কিছু high da pa যুক্ত সাইট থাকে যেখান মানুষ তাদের সমস্যার সমাধান খুঁজতে আসে। যেখান থেকে আপনি do follow back link নিতে পারেন।

বেস্ট কিছু forum submission সাইট :-

    1. Forumus.microsoft.com
    2. Meta cafe.com
    3. Paralles.com
    4. RPG.net
    5. Gardenweb.com
    6. Ummah.com
    7. Coding forums.com
    8. Slysoft.com
    9. TMJ.org
    10. Webicy.com
  • Social bookmarking

অনলাইনে  অনেক সোসাল বুকমার্কিং যেগুলো থেকে আপনি আপনার সাইট এর জন্যে ব্যাকলিংক তৈরি করতে পারেন।

এই ওয়েবসাইট গুলোতে সাধারনত আপনি আপনার ওয়েবসাইট এর লিংক বা ওয়েব পেজ এর লিংক bookmark হিসেবে  সেভ করতে পারেন।

এগুলো থেকে আপনি হাই da pa যুক্ত ব্যাকলিংক পেয়ে যাবেন। এবং এদের হাই ট্রাফিক থেকে আপনি কিছু ট্রাফিক নিজের সাইট এ নিয়ে আসতে পারবেন।

অফ পেজ এসইও এর জন্যে বেস্ট bookmarking sites

  1. Google bookmarks
  2. Reddit.com
  3. Twitter.com
  4. Dig
  5. Slashdot
  6. SitBar
  7. Plurk
  8. Instagram
  9. Facebook group
  10. Social boomark Now
Socail profile এর মাধ্যমে অফ পেজ এসইও করুন

বন্ধুরা বর্তমান দিনে যদি সবচেয়ে বেশি সময় কাটায় সেটা হচ্ছে socail media তাই সোশ্যাল মিডিয়া কে কাজে লাগান।

বিভিন্ন্ ধরনের সোশ্যাল মিডিয়া আছে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন,reddit, Twitter এখানে দিনে মিলিয়ন মিলিয়ন ট্রাফিক সময় কাটায়।

আর এদের da,PA সাধারণত খুবই হাই হয় মিনিমাম ৭০-১০০ এর মধ্যেই হয়।

এখানে যদি আপনি ব্যাকলিংক নিতে পারেন তাহলে তো কিছু ট্রাফিক আপনি আপনার সাইট এর জন্যে নিতে পারবেন।

এবং এটা আপনি ফ্রি তেই করতে পারবেন। তাই এখানে আপনার সাইট এর প্রোফাইল create করে ব্র্যান্ড তৈরি করুন।

  1. আপনার সাইট এর সোসিয়াল প্রোফাইল তৈরী করুন
  2. গ্রুপ তৈরি করুন
  3. ভিডিও পাবলিশ করুন
  4. পেজ create করুন
  5. আপনার আরটিকেল share করুন
  6. ইমেজ share করুন।

আরও অনেক এমন পদ্ধতি আছে যেগুলো থেকে অনেক লিংক সোশ্যাল সাইড এ লিংক share করতে পারবেন।

এবারে আমি আপনাদের কিছু পপুলার সোশ্যাল মিডিয়া সাইট এর নাম ও সেখানে অফ পেজ seo করার পদ্ধতি আপনাদের বলবো যেগুলি আপনি ফলো করলে আপনি ভালো ফলাফল পাবেন।

  • ফেসবুক

বন্ধুরা ফেস বুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে গোটা বিশ্বের মানুষ একসাথে জড়ো হয়।

এখানে বিভিন্ন ধরনের মানুষ আসে এবং কিন্তূ আপনাদের আপনার niche সম্পর্কিত পেজ গ্রুপ কে বেশি ফলো করতে হবে।

ফেইসবুক আপনার একটা গ্রুপ তৈরি করুন  যাতে লোক জনেরা সেই গ্রুপ এ join করে ও আপনার পোস্ট গুলো পড়ে।

Galaxybanglatech facebook group
Galaxybanglatech facebook group

সম্ভব হলে একটা পেজ তৈরি করুন যেখান আপনি ভিডিও বানিয়ে ছাড়তে পারেন।এবং description এ আপনার আর্টিক্যাল এর লিংক দিন।

বিভিন্ন গ্রুপ এ join করুন যাতে তাদের আলোচনায় আপনি ও যুক্ত হতে পারেন কিছু সম্পর্কিত পোস্ট থাকলে তাদের share করুন।

আর ফেইসবুক এর da pa কতোটা হাই হবে আপনার নিশ্চই জানতে বাকি নেই।

তাই এখন থেকে যখন পোস্ট এর ব্যাক link নেবেন ও সেখান থেকে ট্রাফিক আসবে আপনার ওয়েবসাইট ও গ্রো করা শুরু হবে।

  • Linkedin

বন্ধুরা লিংকডইন আপনার ওয়েবসাইট এর off page এসইও এর জন্যে একটা দারুন advantage

লিংকডইন এ অফ পেজ এসইও করার সেরা উদাহরণ

উদাহরণ স্বরূপ বললে আপনি নিশ্চই লক্ষ করেছেন যে

আপনি যখন বাংলায় “অন পেজ এসইও” সার্চ করেন তখন একটা লিংকডইন এর পোস্ট দেখতে পান।

অর্থাৎ একজন ব্যাক্তি লিংকডইন এ on page SEO এর একটা পোস্ট linkdin এ share করেছিলেন যেটা ফার্স্ট পাতায় প্রথমের দিকে rank করেছে।

তারজন্যে বলছি লিংকডইন আপনার অফ page SEO তে একটা অ্যাডভান্টেজ আপনিও ঠিক একই ভাবে লিংকডইন এ পোস্ট,ইমেজ শেয়ার করুন

যাতে   আপনার সাইটের বা আর্টিক্যাল এর লিংক দিন।

লিংকডইন এ সাধারণত মানুষ জব বা উত্তরের খোঁজে আসে আপনি চেষ্টা করুন তাদের হেল্প করার ও তাদের সমস্যার সমাধান করার।

Linkdin এর da pa কিন্তু যথেষ্ট উচ্চ তাই যতটা পারবেন কাজে লাগান।এখান থেকে খুব সহজেই ফ্রী লিংক পেয়ে যাবেন ।

ইমেজ ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিন

এমন কিছু ইমেজ সাইট আছে যারা পুরো  বিশ্বে  টপ 10 এর মধ্যে rank করে।

তাহলে ভাবুন ওই ইমেজ সাইট গুলো থেকে আপনি ভিজিটর ধরতে পারেন তাহলে আপনার সাইট এর rank করা কেউ রুখতে পারবেনা।

Pinterest, pixabay এর মত ইমেজ সাইট গুলোতে লাখে লাখে মানুষ ইমেজ দেখতে ও ডাউনলোড করতে আসে তাই আপনি ইমেজ সাইট গুলোতে আপনার

ওয়েবসাইট এর প্রোফাইল create করুন আপনার ব্লগ পোস্ট এর ইমেজ গুলোই সঠিক ভাবে পোস্ট করুন।

তাতে আপনি backlink ও ট্রাফিক দুটোই খুব সহজে পেয়ে যাবেন ।

কিছু হাই da pa image ওয়েবসাইট এর নাম :-

  1. https://in.pinterest.com/
  2. https://unsplash.com/
  3. https://pixabay.com/
  4. https://www.pexels.com/
  5. https://buffer.com/library/free-images/
  6. https://www.freeimages.com/
  7. https://www.istockphoto.com/
  8. https://www.freepik.com/popular-photos
  9. https://www.shutterstock.com/
  10. https://yandex.com/images/touch/
  • Instagram

ফেসবুক এর মত এখানে ও একই ট্রিকস লাগিয়ে আপনার আর্টিক্যাল গুলি পাবলিশ করবেন।

এবং আপনার পোস্ট এর ইমেজ গুলি share করুন। এখানে ও আপনার সাইট এর  জন্য একটা অফিসিয়াল প্রোফাইল তৈরি করুন।

আপনারা নিশ্চয় লক্ষ করেছেন যে প্রত্যেকটা  ব্র্যান্ড সাইট এর একটা করে অফিসিয়াল প্রোফাইল আছে তাই ইনস্টাগ্রাম ও একটি প্রোফাইল তৈরী করুন।

এতে আপনারা সহজে ও ফ্রি তে অনেক লিংক নিতে পারবেন। যেহেতু আপনার সাইট এর জন্যে প্রোফাইল তৈরী করবেন তাই প্রোফাইল নাম আপনার ওয়েবসাইট এর নামে হওয়া উচিত।

  • Twitter

আগের সব সোশ্যাল মিডিয়ার মত এখানে সেই একই পদ্ধতি কাজে লাগাতে হবে। Twitter  কে কাজে লাগিয়ে প্রো ব্লগাররা অনেক  ট্রাফিক নিজের সাইটে নিয়ে আসে ওখানে ব্যাকলিংক এর মাধ্যমে।

ও আরও একটা পদ্ধতি যেটা কাজে লাগায় সেটা হোল twiiter trends এর মাধ্যমে।

আপনি নিশ্চই টুইটার ট্রেন্ডি এর কথা জেনে থাকবেন এখানে অনেক মানুষ একই সঙ্গে একই বিষয়ে ” # “ট্যাগ দিয়ে ট্রেন্ড করে

আর প্রো ব্লগাররা সেই সব কীওয়ার্ড নিয়ে কাজ করে যাতে হাজার হাজার ভিজিটর তাদের সাইট এ নিয়ে আসে।

তাই টুইটার কে হালকা ভাবে না নিয়ে এখানে কাজ করে আপনিও আপনার ওয়েবসাইট এ tarffic নিয়ে আসুন।

YouTube এর মাধ্যমে অফ পেজ Seo

এই প্ল্যাটফর্ম টা ব্যাবহার করেনি এমন মানুষ খুবই কম আছেন।  আপনি নিজেই ভেবে দেখুন দিনের কতটা সময় আপনি ইউটিউব এ কাটান।

আপনার মত লাখ লাখ মানুষ এখানে বিভিন্ন ধরনের ভিডিও দেখেন।

ভিডিও সার্চ ইঞ্জিন এর মধ্যে ইউটিউব এক নম্বর সাইট।মানুষের যেকোন প্রবলেম হলে গুগল এ সার্চ করে থাকেন।

তাই যদি পারেন তাহলে youtube এ আপনার niche সম্পর্কিত একটা চ্যানেল তৈরি করুন।

এবং  ভিডিও এর নিচে আপনার সাইট এর বা পোস্ট এর লিংক দিন যাতে

মানুষেরা ওই ভিডিও টা দেখে সম্পর্কিত কিছু জানার হলে আপনার সাইটে এ যেতে পারে।

আপনারা নিশ্চই লক্ষ করেছেন বড়ো বড় youtuber রা এই পদ্ধতি অবলম্বন করে এবং হাজার হাজার ট্রাফিক তাদের ব্লগ বা ওয়েবসাইট এ নিয়ে আসে।

  • Wikipedia

যদি প্রশ্ন করেন যে বিশ্বের সবচেয়ে বড় ব্লগ কোনটা তাহলে one of the best এক্সাম্পল হোল উইকিপিডিয়া।

এখানে কিন্তু উইকিপিডিয়া এর অফিসিয়াল কেউ আরটিকেল পাবলিশ করেনা উইকিপিডিয়া তে আমাদের মত কিছু সাধারণ মানুষই আর্টিকেল লিখে থাকে।

তাই  উইকিপিডিয়া তে একাউন্ট তৈরি করুন। সত্যি এটা একটা দারুন সুযোগ উইকিপিডিয়া এর মত বড় প্ল্যাটফর্ম এ আর্টিকেল লেখা সত্যি ভাগ্যের ব্যাপার।

এখানে আপনি বিভিন্ন ভাবে কাজ করতে পারেন যেমন আপনি এখানে আর্টিক্যাল পাবলিশ করতে পারবেন,কোন আর্টিকেল এর ভুল সংশোধন করতে পারেন আরও বিভিন্ন ভাবে এখানে কাজ করতে পারেন।

কিন্তু আর্টিকেল লেখার জন্যে আপনাকে একটা পেজ তৈরি করতে হবে।আপনরা যদি লক্ষ করে থাকেন তাহলে দেখবেন

Wikipedia এর বিভিন্ন্ শাখার নাম
  1. commons
  2. Wiktionary
  3. Wiki news
  4. Media wiki
  5. Wiki versity
  6. Wiki species
  7. Meta wiki
  8. উইকি source
  9. Wiki quote
  10.  Books
  11. Wiki data

এই গুলো Wikipedia এর এক একটা শাখা তাই আপনি যেই বিষয়ে পারদর্শী সেই বিষয় গুলি  নিয়ে কাজ করে এখান থেকে একটা হাই অথরিটির do follow back link নিতে পারেন।

কিন্তূ আপনাকে সঠিক ভাবে ও সঠিক পদ্ধতি তে এখানে কাজ করতে হবে।কারণ

এটা বিশ্বের টপ 10 এর মধ্যে একটা সাইট তাই এর রুল রেগুলেশন মেনে কাজ করলে আপনি এখন থেকে নিশ্চই একটা ব্যাক link পেয়ে যাবেন।

ইন্টারনাল লিংকিং

প্রায় সব পদ্ধতিই তো অবলম্বন করলেন কিন্তু আরও একটা পদ্ধতি যেটা খুবই দরকারি সেটা হচ্ছে ইন্টার্নাল লিংকিং বা ভেতরের লিংক।

এই পদ্ধতি টা অন পেজ এসইও ও অফ পেজ  এসইও দুটির এর মধ্যে পড়ে।

আপনারা নিশ্চই লক্ষ করেছেন যে আমি আপনাদের এই আর্টিক্যাল এ আরও কিছু পোষ্ট এর ইন্টারনাল লিংক দিয়েছি আসলে এটা এসইও এর ই একটা ভাগ।

আর এই পদ্ধতি তে একটা link juice  পাস হয়  এবং এটাকেই একটা ব্যাক link ধরে নিতে পারেন।

এই পদ্ধতি টি এসইও এর একটা গুরুত্ব পূর্ণ অংশ তাই আপনরা ও এই পদ্ধতি টি সবসময় অবলম্বন করবেন।

শেষ কথা ও সার মর্ম

আশাকরি আপনাদের অফ পেজ এসইও সম্বন্ধে পুরো তথ্য দিতে পেরেছি ।  এই পদ্ধতি গুলি যদি আপনি ফলো করেন তাহলে আপনার ওয়েবসাইট এর গ্রো খুব তাড়াতাড়ি হবে।

আমি এ সম্বন্ধে একটা সঠিক তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছি কিন্তূ যদি কোন ভুল হয়ে থেকে তাহলে কমেন্ট করবেন।

আর যদি পোস্ট টী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন বুন্ধু দের সঙ্গে তাহলে তারাও উপকৃত হবে।

যদি আরও কিছু পয়েন্ট মিস হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানান।কারণ,

🥰 codexhui.com আপনার মতামত কে গুরুত্ব দেয়। 😎

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *