android এর সেরা কোড এডিটর ! কথাটি শুনে হয়তো অবাক লাগতে পারে কিন্তু বিশ্বাস করুন মোবাইলে ও কোডিং শেখা যায়।
কম্পিউটার বা ল্যাপটপে প্রোগ্রামিং করার মত সবার সামর্থ্য থাকেনা।
কিন্তূ বর্তমান দিনে কোনো কিছু শিখতে গেলে শুধুমাত্র প্রচেষ্টার প্রয়োজন হয়।
ঠিক তেমনি আপনি যদি সত্যি প্রোগ্রামিং শিখতে চান তাহলে আপনার মোবাইল এ শিখে নিতে পারেন।
বর্তমান দিনে অসংখ্য অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইট রয়েছে জার মাধ্যমে আপনি ফুল প্রগ্রামিং শিখে নিতে পারেন।
কিন্তু আমি এমন কিছু অ্যাপ্লিকেশন এর কথা বলবো যেগুলো আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন।
এবং সেগুলো সবার বিশ্বস্ত ও ভালো রেটিং ও আছে এবং যেই অ্যাপ্লিকেশন এর কথা এই আর্টিক্যাল এ বলতে যাচ্ছি সেটার বিষয়ে আমার অভিজ্ঞতা আছে।
তাই android এর সেরা কোড এডিটর আর্টিকেল টি মন দিয়ে শেষ পর্যন্ত পড়ুন অবশ্যই বুঝতে পারবেন।
আরও পড়ুন :-
১. android এর সেরা কোড এডিটর Spck editor
এই কোড এডিটর টি সত্যি অসাধারণ অর্থাৎ এটা পছন্দের সবেচেয় ভালো দিক টা হলো আপনার মোবাইল এর কোডিং এর ফিলিংস টা কম্পিউটার এর মত হবে।
এই কোড এডিটর টির অ্যাডভান্স feature এর জন্য খুবই জনপ্রিয়।
এই কোড এডিটর টি তে আপনি প্রায় সবধরনের প্রোগ্রামিং language যেমন
Html,css, javascript, python,c,php এবং আরও যেসব জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন।
ওয়েব ডেভলমেন্ট অ্যাপ ডেভলপমেন্ট এর মত কোড গুলি কম্পিউটার বা ল্যাপটপ এর প্রতি রূপে মোবাইল ব্যাবহার করতে পারবেন।
তো এবারে প্রশ্ন হচ্ছে কোড এডিটর কোথা থেকে download করবেন ?
তো চিন্তার কোনো কারণ নেই এই অ্যাপ টি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন।
তাছাড়া আপনারা এই লিংক এ গিয়ে ও গিয়ে অ্যাপ টী ইনস্টল করে নিতে পারবেন।
অ্যাপ টির জনপ্রিয়তা সম্বন্ধে যদি জানতে চান তাহলে অ্যাপটির rating আছে 4.3 ও 500k+ download আছে।তাই অ্যাপটি চোখ বন্দ করে ব্যাবহার করতে পারেন।
Spck কোড এডিটর এর সুবিধা গুলি
এতক্ষণ আমরা এই অ্যাপটির জনপ্রিয়তা সম্বন্ধে জানলাম এইবার আমরা জানবো ব্যাবহারের পদ্ধতি ও এর feature ও সেটিং গুলির সম্বন্ধে।
- Shample project
প্রথমে অ্যাপ টী তে ঢুকলে আপনি কিছু প্রথম থেকে থাকা প্রজেক্ট গুলি পেয়ে যাবেন যেগুলি আপনাকে একটা ধারণা দিতে পারে যে কিরকম ভাবে কোড লেখা আছে।
- একাউন্ট
যদি আপনি কোড এডিটর এ একাউন্ট বানাতে চান তাহলে ওখানে গুগল অ্যাকাউন্ট,ফেসবুক একাউন্ট বা যদি আপনার GitHub একাউন্ট থাকে তাহলে ওখান থেকে একাউন্ট বানিয়ে নিতে পারবেন।
- GitHub ফেসিলিটি
যদি আপনি আপনার কোড প্রজেক্ট গুলি GitHub এ জমা দিয়ে থাকেন তাহলে আপনি Spck code editor এর তৈরি করা প্রজেক্ট গুলি গিট হাব এ জমা দিতে পারবেন।
- Create project
এই এডিটর এর প্রজেক্ট তৈরির অপশন টাইট গেলে আপনি কিছু প্রজেক্ট তৈরি করার সুবিধা পাবেন। যেমন
I.no framework
II.Es8
III.Es8(system js)
Iv.typescript 4,
V.typescript 4 (system js),
VI.HTML,
VII.HTML+ Bootstrap 5,
VIII.Html+ material lite
Ix. Html + simanaticui
X.Angular 10 (system js), js 1.8 (cdn)
XI.React 17,React 17+hot reloader, 17+Less ,React 17( system js
XlI.Vue 2,Vue 2 +Hot-reloader
XIII.Vue 2 +Less, 2 no tamplate
XIV.React 17 material ui
XV.D3 6
Spck কোড এডিটর প্রগ্রামিং করার পদ্ধতি
ওপরের প্রজেক্ট গুলির মধ্যে আপনি যেকোনো একটা পছন্দ করে কোড করতে পারবেন কিন্তু যদি আপনি এগুলি ছাড়াও।
অন্যান্য প্রগ্রামিং ভাষাগুলি শিখতে চান সেগুলোও কোড করতে পারেন।
এই কোড এডিটর এ কোড করার জন্য দুই রকমের পদ্ধতি অবলম্বন করতে হবে।
#প্রথমত আপনি html+Bootstrap এর মত প্রজেক্ট গুলি বেছে নিয়ে কোড করতে পারবেন।
#দ্বিতীয়ত আপনি যদি এইসব প্রজেক্ট ছাড়া আলাদা ল্যাঙ্গুয়েজ অভ্যাস করতে চান তাহলে প্রথমে আপনাকে ঐ প্রজেক্ট গুলির মধ্যে একটা বাছাই করে নিতে হবে।
তারপর ফাইল অপশন এ আপনার যেটা ইচ্ছে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ path এর নাম দিতে হবে।
ফাইল create হওয়ার পর ই আপনি আপনার প্রোগ্রামিং এর practice সহজে করে নিতে পারবেন।
আরও কিছু মোবাইল কোড এডিটর
প্রত্যেক টা কোড এডিটর ই একই কাজ করে কিন্তু তাদের কোড করার জন্য আলাদা সুযোগ সুবিধা দেওয়া থাকে।
আমি আপনাদের আরও কিছু মোবাইল 9 টি কোড এডিটর এর নাম বলে দিচ্ছি যেগুলোর সাহায্যে আপনি আপনার প্রগ্রামিং এর অভ্যাস আরও শক্ত করতে পারবেন।
2. acode – power full code editor
4.Aide
6. Visual code
8. Pascal-N
10.AWd
সারমর্ম ও শেষ কথা
আশাকরি আপনাদের একটা ভালো কোড এডিটর এর খোঁজ আমি পূরণ করতে পেরেছি।আমি Spck code editor এর দিকে একটু বেশি তথ্য দিয়েছি কারণ ওই অ্যাপটি সত্যি অবিস্মরণীয়।
কিন্তূ আরও যে কোড এডিটর এর নাম গুলি আমি আপনাদের সাজেস্ট করেছি সেগুলো ও খুবই কার্য কারি যা আপনাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইফ এর অগ্রগতি তে খুবই হেল্প করবে।
যদি পোস্ট টী ভালো লাগে তাহলে বন্ধু দের share করুন।
আর্টিক্যাল টি তে যদি কোন ভুল থাকে বা আপনার কোন প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করুণ।
আপনাদের মতামত আমাদের কাছে খুবই মূল্যবান।